
সোমবার মধ্যরাতে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে মতবিনিময়ে অংশ নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি ২ নং ওয়ার্ডবাসীর নিকট নৌকা প্রতীকে ভোট চান। এসময় হাত তুলে সকলেই পলককে সমর্থন জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিংড়া পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, সিংড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার কোন বিকল্প নাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকেই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।
সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বলেন, বিগত দুইটি নির্বাচনে জুনাইদ আহমেদ পলককে জয়যুক্ত করায় সিংড়াবাসী দৃশ্যমান উন্নয়ন দেখেছে। সিংড়ার আরো উন্নয়ন কাজ বাকী রয়েছে। অসমাপ্ত কাজ যতদিন সমাপ্ত না হবে ততদিন পলককেই নির্বাচিত করতে হবে সিংড়াবাসীর স্বার্থে।



