অপহৃতকে উদ্ধার সহ মামলার আসামী বগুড়ার নন্দিগ্রাম থেকে গ্রেপ্তার

নাটোর অফিস ॥
নাটোরের বড়াইগ্রামের অপহৃতকে বগুড়ার নন্দিগ্রাম থেকে উদ্ধার সহ অপহরণ চক্রের সদস্য সাধন মন্ডল সকালকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার রাতে বগুড়ার নন্দিগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কালিয়াগারী গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার সহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাধন মন্ডল সকাল নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর গ্রামের শক্তি মন্ডলের ছেলে।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার জানান, ভিকটিম বড়াইগ্রাম সরকারি কলেজে পড়ালেখা করত। কলেজে যাওয়ার পথে গ্রেপ্তারকৃত সাধন মন্ডল সকাল ভিকটিমকে উত্যক্ত ও প্রেম নিবেদন করত। গত ৬ ডিসেম্বর ভিকটিম বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হওয়ার পর আর বাড়িতে না ফিরলে ভিকটিমকে খোঁজাখুঁজি করে পরিবার। খোঁজখুঁজির এক পর্যায়ে ভিকটিমের বাবা জানতে পারেন বড়াইগ্রাম সরকারি কলেজের গেইটের সামনে হতে আসামী সাধন মন্ডল সকাল ভিকটিমকে বিয়ের প্রলোভনে দেখিয়ে ফুসলিয়ে সুকৌশলে অপহরণ করে। এসময় সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর র‌্যাব-৫ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে। অনুসন্ধানের এক পর্যায়ে সোমবার রাতে বগুড়ার নন্দিগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কালিয়াগারী গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *