
রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে মুঞ্জুরুল ইসলাম বিমলকে দলীয় প্রতীক ‘ধানের শীষ বরাদ্দ’ দিতে নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে কামরুন্নাহার শিরীনকে ‘অনিবার্য কারণবশত’ ও জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্তের কারণে মনোনয়ন দেয়া হয়নি বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার শিরীন ও কেন্দ্রিয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দেয়া হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের কয়েক ঘন্টা আগে দলীয় মনোনয়ন পরিবর্তনে আসনটিতে নাটকীয়তা শুরু হল বলে ধারণা ভোটারদের।



