নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

নাটোর অফিস॥
মাটি ও পানি জীবনের উৎস’-এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম ,বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ । সভায় বক্তারা বলেন, মাটি ও পানি আমাদের জীবন ও জীবিকার সাথে জড়িত। তাই দূষণের হাত থেকে মাটি ও পানিকে সুরক্ষা প্রদান করতে হবে। তবেই কৃষি প্রধান এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, উন্নয়ন হবে টেকসই।
এর আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *