
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। রেবাবার রাত চারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার স্টেশন কর্মীরা খর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পৌর ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দের দাবী দুবৃর্ত্তের লাগানো আগুনে এই আগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে পুলিশ ও ফায়র স্টেশন কর্মীর্রা বলেছে সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, রোববার চারটার দিকে স্থানীয় লোকজন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের টেউটিন দিয়ে তৈরি কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। ফায়ার স্টেশনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে অফিসের ভিতরে রক্ষিত প্লাস্টিকের চেয়ার সহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে পুলিশও ঘনাস্থ’ল পরিদর্শন করে।

খবর পেয়ে সকালে ওয়ার্ড আওয়ামীলীগের বর্তমান সভাপতি সুজিত সরকার,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিষয়টি জেলা নেতৃবৃন্দদের অবহিত করেন।
নাটোর ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ সহকারী পরিচালক একে এম মুরশেদ জানান, তারা প্রাথমিকভাবে ধারনা করছেন সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে।

পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, সর্ট সার্কিটে নয় দুর্বৃত্তের লাগানো আগুনে অফিসের আসবাবপত্র পুড়ে গেছে।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।



