
নাটোরে দাড়াঁনো অবস্থায় আগুন দিয়ে পোড়ানো হয়েছে মুক্তিসেনা নামে একটি বাস। গত রাত (শনিবার) ৩টা ১০ মিনিটের সময় শহরের ভবানীগঞ্জ এলাকায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেল এসে মুক্তি সোনা নামে দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশে পাশের লোকজন আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তদের সনাক্ত করা সহ তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।




