
নাটোরে নাশকতার প্রস্তুতির অভিযোগে তাশরিক জামান রিফাত(২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রিফাত নাটোর পৌর ছাত্রলীগের ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি। সে পৌরসভার হাফরাস্তা এলাকার শিক্ষক মোস্তফা জামানের ছেলে। পুলিশের দাবী রিফাতসহ অন্যরা নাশকতার সৃষ্টির জন্য কেরোসিন ভেজানো বাঁশের তৈরি মশাল ও মুখোশ নিয়ে সংগঠিত হচ্ছিলো। এব্যাপারে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের দাবী, রিফাত বিএনপির এজেন্ট। বুধবারের অবরোধের সমর্থনে বিএনপির হয়ে নাশকতায় অংশ নিতো তারা। এছাড়া জেলা ছাত্রলীগের দাবী রিফাত ছাত্রলীগের কেউ না। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় রিফাতকে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। স্থানীয় একটি সুত্র জানায় ,আটক তাশরিক জামান রিফাত চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন।


এই খবর শুনে ওই এলাকায় যান সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় শিমুল সাংবাদিকদের জানান, রাতেই শহরের মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ করার জন্য কয়েকজন বিএনপি কর্মী প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ডিসি,এসপি ও ওসিকে জানানোর পাশাপাশি তিনি নিজেও ছুটে আসেন। গত কয়েকদিন ধরে অবরোধের সমর্থনে বিএনপি কর্মীরা শহরের বাইরে গাড়িতে অগ্নিসংযোগ, মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে। রাতে তাদের টার্গেট ছিলো শহরের মধ্যে নাশকতা সৃষ্টি করা।
অপরদিকে রিফাতের বাবা মোস্তফা জামান দাবী করেছেন, তার ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। বিএনপির হয়ে নাশকতা সৃষ্টির প্রশ্নই আসে না। তার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

এদিকে তাশরিক জামান রিফাতকে সভাপতি করে ঘোষিত পৌর ছাত্রলীগের ওয়ার্ড কমিটির তালিকা পাওয়া গেছে। ২০২২ সালের ২৩ এপ্রিল ওই কমিটি অনুমোদন করেন পৌর ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল্লাহিল কাফী শুভ। এছাড়া কিছুদিন আগেও বর্তমান জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে একটি গ্রুপ ছবিতে রিফাতকে দেখা যায়।তাকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়।



