নাটোর অফিস॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে দলীয় নেতাকর্মীসহ পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে নাটোরের গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্সে সিনেমা দেখলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সিনেপ্লেক্সের ৩০০টি আসন অগ্রীম বুকিং দিয়ে রেখেছিলেন তিনি। সন্ধা ৬টার শো’তে এমপি শিমুলসহ তার সাথে আসা ৫০০ জন নেতাকর্মী ও সাধারণ মানুষ সিনেমাটি দেখেন। এসময় গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লাসহ আগত ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিনেমা দেখার পর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। ‘মুজিব-একটি জাতির রুপকার’ এই সিনেমাটিতে বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম ইতিহাস জানতে ও দেখতে পারবে। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গিয়েছেন তিনি। কিছু স্বাধীনতা বিরোধী মানুষও যদি এই সিনেমা দেখে তাহলে তাদের ভুল ভেঙে যাবে। স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট একদিনে সূচিত হয়নি। সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন ও নানা আন্দোলন-সংগ্রামের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে। নাটোর সদর থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে এসে সিনেমা দেখলাম। আমি আহ্বান করবো সকল শ্রেণী পেশার মানুষ এই সিনেমাটি ভাল ভাবে উপভোগ করতে পারবে।