নাটোর-৩ আসনে মনোনয়ন পেলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
নাটোরঃ নাটোর-৩ (সিংড়া) আসনে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।
রোববার কেন্দ্রিয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এদিকে পলকের মনোনয়ন পাওয়ার খবরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গোটা সিংড়ায়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোনয়ন দানের জন্য প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।