নাটোর অফিস॥
নাটোরের লালপুরে ২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭০ জন প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকলাই বীজ ও ১৫ কেজি সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুকুর মাহামুদ উপস্থিত ছিলেন।