ঋণে কেনা ভ্যান আবাও চুরি হওয়ায় নিঃস্ব হলো মুক্তার

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে কিস্তির টাকা শোধ না হতেই একমাত্র আয়ের উৎস্য ভ্যান চুরি হয়েছে মুক্তার হোসেনের (৪০)। উপজেলার খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লায় শুক্রবার গভীর রাতে চুরি হয় ভ্যানটি। শনিবার দিনভর বনপাড়া, বড়াইগ্রাম, চাটমোহর, তাড়াশ ও সিরাজগঞ্জ রোড এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া ভ্যানটি খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন মুক্তার হোসেন। নেমে আসে চোখেমুখে তার অন্ধকার।

মুক্তারের স্ত্রী শাহানা বেগম বলেন, গত বছরও তাদের বাড়ি থেকে একটি ভ্যান চুরি হয়। ব্র্যাক থেকে লোন নিয়ে আবার ঘুরে দাড়ানোর চেষ্টা করে তার স্বামী। এখনো শোধ হয়নি কিস্তির টাকা। ভ্যান চালানোর আয়ে কোনোমতে সংসার চলতো। দুই মেয়ে এক ছেলেসহ তাদের পাঁচজনের সংসার। বড় মেয়ে মৌকে বিয়ে দিলেও টাকার অভাবে অনুষ্ঠান করতে পারছেনা তারা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ সবুজ বলেন, মাদকসেবীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকায় প্রতিনিয়ত চুরি হচ্ছে। নিঃস্ব হচ্ছে মুক্তারের মত অনেক পরিবার।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *