
নিজে উপস্থিত হয়ে অাওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি ৩/এ কার্যালয় হতে শুক্রবার বিকেলে মনোনয়নপত্র গ্রহন করেন তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে বিএনপি প্রার্থী কাজী গোলাম মোর্শদকে বিপুল ভোটে পরাজিত করে দেশের সর্বকণিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন পলক। ২০১৪ সালের নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মিজানুর রহমানকেও বিপুল ভোটে পরাজিত সাংসদ নির্বাচিত হন তিনি। এতে দেশের সর্বকণিষ্ঠ প্রতিমন্ত্রী হয়ে মন্ত্রী পরিষদেও স্থান করে নেন পলক। বর্তমানে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।



