বাগাতিপাড়ায় নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর সন্ধান মেলেনি ২১ দিনেও

নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসেনি গত ২১ দিন ধরে। নিখোঁজ ওই ছাত্রী তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। চা বিক্রেতা বাবার আদরের মেয়েকে খুঁজে না পেয়ে কান্না থামনো যাচ্ছেনা তার ।
নিখোঁজ ছাত্রীর বাবা জানান, গত ১৭ মে ভুগোল বিষয়ের পরীক্ষায় অংশ নিতে তার মেয়ে সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর পরীক্ষা শেষে তার এক বান্ধবীর বাড়িতে বিশ্রাম নেয়। কিছু সময় পর বাড়ি ফেরার কথা বলে বান্ধবীর বাড়ি থেকে বের হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান করতে পারেনি। কোথাও খুঁজে না পেয়ে গত ২১ মে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছেন তার বাবা।
এদিকে তিন সপ্তহ ধরে নিখোঁজ থাকায় ওই ছাত্রী তিনটি বিষয়ের এবং ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। বর্তমানে মেয়েকে না পেয়ে কান্না থামছে না বাবার। পাগলপ্রায় বাবা এখন পুলিশের দ্বারস্থ হয়ে মেয়েকে খুজে ফিরছেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন বলেন, ওই ছাত্রীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। প্রেমঘটিত বিষয় আছে কিনা সে বিষয় খতিয়ে দেখাসহ সবদিক বিবেচনায় নিয়ে ছাত্রীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *