নাটোর অফিস ॥
নাটোরের লালপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় আন্দোলনকারীদের কেউ কেউ রেল লাইনের ওপর শুইয়ে পড়ে এই দাবি জানাতে থাকেন। আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আজিমনগর (গোপালপুর) রেল স্টেশনে উপজেলার সর্বস্তরের জনসাধারন মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কাস পার্টির সদস্য ও নাটোর জেলার সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, লালপুর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক রমজান আলী, ছাত্র-শিক্ষক সহ সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালীন রেল লাইনের ওপর শুয়ে পড়ে ঢাকা থেকে রাজশাহী গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনকে থামিয়ে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে পাঁচ মিনিট দাঁড়িয়ে আবারো রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আন্দোলনকারীদের দাবি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা।




