নাটোরে মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নাটোর অফিস॥

নাটোরের বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
যুদ্ধকালীন সময়ে দেশের জন্য মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মারিয়াম খাতুন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক,বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোমিনুল হক,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, আমজাদ হোসেন, সরদার বয়েত রেজা, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী,আফসার আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সাত্তার প্রামানিক , বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম প্রমুখ।
ঈদ পরবর্তী সময়ে উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ একত্রিত হতে পেরে সকলেই তাদের অতীতের স্বৃতিচারন করে আনন্দ প্রকাশ করেন।পরে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *