লালপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে ভেড়া ও অনুদানের চেক বিতরণ

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া, অস্বচ্ছল জেলে পরিবারের মাঝে গরু ও অসহায় রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১শ টি পরিবারের মাঝে দুইটি করে বিনামূল্যে দুইশটি ভেড়া, অস্বচ্ছল জেলে পরিবারের মাঝে ইলিশ সম্পাদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫টি গরু ও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে ইস্যুকৃত ৭জন অসহায় রোগীদের মাঝে তিন লক্ষ ত্রিশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি

নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম। এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, প্রাণীসম্পাদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান, লালপুর উপজেলা মৎস্য অফিসার আবু সামা, একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম. মাহামুদুল হক মুকুল, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, আড়বাব ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান লাভলু প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *