লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে ৪২টি স্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, কবুতর, খরগোশ, পাখি, হাঁস-মুরগীসহ গৃহপালিত পশু পাখি নিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী এর শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাতি আফতাব হোসেন ঝুলফু, প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, প্রাণীসম্পাদ সম্প্রসারণ কর্মকর্তা রনি ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মেলায় প্রাণীসম্পাদ সম্পর্কীত বিভিন্ন প্রজাতির উৎপাদন বৃদ্ধিকরা, দুধ, ডিম, মাংস, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টিকরা। পশু পাখি পালনে আধুনিব ব্যবস্থাপনা ও ছোট খামারীদের প্রতিকুল পরিবেশ মোকাবেলা করার বিভিন্ন পরামর্শ প্রদান ও প্রতিটি মানুষের জন্য নিরাপদ আমিষ সরবারহ নিশ্চিত করার লক্ষে এই মেলার আয়োজন বলে জানায় সংশ্লিষ্টরা। প্রদর্শনী শেষে ৩ জন খামারীকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়ও অন্যান্য খামারিদের মধ্যে নগদ অর্থ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *