বাগাতিপাড়ায় দুই গুড় কারখানা মালিকের ৮০ হাজার টাকা জরিমানা

নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় র‌্যাবের সহযোগিতায় দুুই গুড় কারখানায় অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর। বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার শোভ মন্ডলপাড়া বাজার এলাকায় অবস্থিত রেজাউল গুড় ভান্ডার ও মান্নান গুড় ভান্ডারে এই জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ভাক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় রেজাউল গুড় ভান্ডারের স্বত্বাধিকারী রেজাউল করিম কে ৬০ হাজার ও একই ধারায় মান্নান গুড় ভান্ডারের স্বত্বাধিকারী মান্নান কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *