নাটোর অফিস॥
নাটোরে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এই কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি এসএম আবু সাদাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় নিউ এস আর ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় বাসের মালামাল রাখার বক্স থেকে ২২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়।
ডিবির ওসি আরো জানান, বুকিং চালান থেকে জানা গেছে চাপাইনবাবগঞ্জ থেকে নিউ এস আর ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাসে মাছের কথা উল্লেখ করে বুকিং দেন জুলমত নামের একটি ব্যক্তি। এটি ঢাকার সাভার ফুলবাড়ী এলাকার তরুণ নামের এক ব্যক্তির নিকট পাঠানো হচ্ছিল। রাজশাহীর বন্য প্রাণী ও প্রৃকতি সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীকে জানানো হয়েছে। তারা এলে তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করা হবে।