নাটোরে বাদপড়া ভোটারদের স্মার্টকার্ড গ্রহনের নতুন সময়সূচী
নাটোরঃ নাটোর সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের শেষ সূচী নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কমিশন।
সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান, গত ৯ই আগস্ট থেকে চলমান বিতরণ কার্যক্রম থেকে যারা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারেননি তারা আগামীকাল ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কানাইখালী মাঠস্থ জাতীয় উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টল থেকে কার্ডটি সংগ্রহ করবেন।