
নাটোর র্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব অফিসের একদল সদস্য গত রাত ৩ টার দিকে আজিমপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় গোপালপুর ডিগ্রী কলেজ রাস্তার তোজাম্মলের দোকানের সামনে থেকে ৬০০ লিঃ পেট্রোল, ২০০ লিঃ, ডিজেল,৪০০ লিঃ কেরোসিন, ১২০০ লিঃ মবিল ও ১৩০ লিঃ মিশ্রিত তেল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে লালপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



