
আদালত সুত্রে জানাযায়, ২০১১ সালের ২৪ অক্টোবর র্যাব-৫ এর একটি দল অস্ত্র উদ্ধার অভিযানে দন্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাাকের বাড়িতে হানা দেয়। তল্লাশীকালে রাজ্জাকের ঘরের মধ্যে থাকা একটি বাক্সের মধ্যে থেকে ৩ রাউন্ড গুলি সহ একটি সার্টার উদ্ধার করে। এব্যাপারে মামলা হলে পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে প্রেরিত হলে স্বাক্ষ প্রমান শেষে আদালতের বিচারক মোঃ নুরুজ্জামান সরকার সোমবার এই আদেশ দেন।
আদালতের এপিপি শামছুন নাহার জানান, অস্ত্র মামলার দুটি ধারায় আসামী আব্দুর রাজ্জাককে ১৭ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।



