
জানা যায়, গত এক সপ্তাহধরে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে প্রস্ততি নিচ্ছিলো স্বাস্থ্যবিভাগ। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর থেকে শুরু হয় রান্নার কার্যক্রম যা বেলা ১২টা নাগাদ শেষ হয়।
রান্নার দায়িত্বে থাকা পাচক আবু তাহের জানান, ‘অনুষ্ঠান উপলক্ষ্যে ৩২টি খাসি জবাই ও ৫৫০ কেজি চালের সাদা পোলাও রান্না করা হয়। মোট ৩২০০ প্যাকেট খাবার প্রস্ততের টার্গেট নিয়ে রান্না করা হয়।’

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘বাংলাদেশের ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন জননেত্রী শেখ হাসিনা। তার সে ওয়াদা পূরণের অংশ হিসেবে নলডাঙ্গায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হলো। হাসপাতালটির কাজ শেষ হলে নলডাঙ্গা উপজেলার প্রতিটি মানুষ চিকিৎসা সেবার আওতায় আসবেন।’
নাটোরের সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলাম জানান, ‘মোট ২৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। পাঁচ তলা ফাউন্ডেশনে চার তলা ভবনটিতে ১৫শ’ বর্গফুট আবাসিক কর্মকর্তার কোয়ার্টার থাকবে। ২০১৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজটি শেষ হবে।’ স্বাস্থ্য অধিদফতর কাজটি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।



