নাটোর সদরে ইউনিয়ন পর্যায়ে স্মার্টকার্ড বিতরণের সময়সূচী।
নাটোর: নাটোর পৌর এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পন্নের পর এবার সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে এর বিতরণ শুরু হয়েছে। জেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেছে। জাগো নাটোর ২৪ ডটকমের পাঠকদের সুবিধার্থে ৭টি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণের তারিখ দেয়া হলঃ
ছাতনী ইউনিয়ন ০৩/০৯/১৮ থেকে ১২/০৯/১৮
তারিখ
তেবাড়িয়া ইউনিয়ন ১৩/০৯/১৮ থেকে ২২/০৯/১৮ তারিখ
কাফুরিয়া ইউনিয়ন ২৩/০৯/১৮ থেকে ৩০/০৯/১৮ তারিখ
বড়হরিশপুর ইউনিয়ন ০১/১০/১৮ থেকে ১০/১০/১৮
তারিখ
লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ১১/১০/১৮ থেকে ১৮/১০/১৮ তারিখ
দিঘাপতিয়া ইউনিয়ন ২৮/১০/১৮ থেকে ০৫/১১/১৮ তারিখ
হালসা ইউনিয়ন ২১/১০/১৮ থেকে ২৫/১০/১৮
জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম নির্ধারিত তারিখে পুরাতন জাতীয় পরিচয়পত্রটি অর্পনের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের অনুরোধ করেছেন।