
নাটোরে স্ত্রীর সাথে পরকীয়ার সন্দহে কৃষক সানোয়ার হোসেন (৪২) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীকে গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেেছ গ্রামবাসী। বৃহস্পতিবার সদর উপজলোর কৈগাড়ি কৃষ্ণপুর গ্রামে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখনে, হামলাকারী সন্ত্রাসীর বড় ভাই চাঁন খামারু,আতাউর খামারু,আহত সানোয়ার হোসনেরে বাবা নুর মহম্মদ, মা আনোয়ারা বেগম সহ গ্রামের বিশিষ্টজনরা।
মানববন্ধনে বক্তারা বলনে, স্থানীয় সন্ত্রাসী জামাল খামারু এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী র্কাযকলাপ চালিয়ে মানুষকে ভয়ভীতি প্রর্দশন করে আসছে। বুধবার সকালে গ্রামের কৃষক নুর মহম্মদের ছেলে সানোয়ার হোসনের গরু কেনার উদ্দেশ্যে ১লাখ ৬০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। পথে এলাকার মাজেদের দোকানে চা খাওয়ার সময় জামাল খামারু সহ অজ্ঞাত ২/৩ জন ধারালো অস্ত্র সহ সানোয়ারের ওপর চড়াও হয়। এসময় জামাল খামারু তার স্ত্রীর সাথে পরকীয়ার সন্দেহভাজন অভিযোগ তুলে হাসুয়া দিয়ে সানোয়ারে গলায় ও পেটে পোজ দেয়। 
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনছুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।



