নাটোরে ইজিবাইকের বেপরোয়া গতি কেড়ে নিলো শিশুর প্রাণ
নাটোর: নাটোরে ইজিবাইকের বেপরোয়া গতির কেড়ে নিয়েছে একটি শিশুর প্রাণ। সোমবার সকালে জেলার গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নারিবাড়ী এলাকায় বেপরোয়া গতিতে ব্যাটারিচালিত ইজিবাইক দুটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তার নাম সুন্নাতি খাতুন (২)।সে উপজেলার দক্ষিণ নারিবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। আহত অপর শিশুটি একই এলাকার সাইদুল ইসলামের ছেলে আলামিন হোসেন (৮)। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তর নারিবাড়ী এলাকার ইজিবাইক চালক রুবল হোসেন গুরুদাসপুর-আহম্মেদপুর সড়ক দিয়ে বেপরোয়াভাবে অটোভ্যান চালিয়ে আসার সময় ওই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রুবেল ইজিবাইকটে রেখে পালিয়ে যায়।