নাটোর সদর হাসপাতাল থেকে রোগীদের পরিপূর্ণ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ এমপি শিমুলের।
নাটোর: নাটোর সদর হাসপাতালে আসা সকল চিকিৎসা প্রার্থীদের স্বাস্থ্য সেবা, পরীক্ষা নীরিক্ষা, ঔষুধ সরবরাহ এবং অপারেশন হাসপাতাল থেকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল্ ইসলাম শিমুল।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় তিনি এই নির্দেশ প্রদান করেন। এছাড়া লোডশেডিং এর সময় হাসপাতালে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে তাৎক্ষনিক সোলারের ব্যবস্থাও করেন তিনি। নাটোরের সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনীরুজ্জামান ভূইয়া, পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ অন্যরা।
জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কোন রোগী হয়রানির শিকার বা চিকিৎসকদের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোন ভাবেই কেউ ছাড় পাবে না জানান এমপি।