নাটোরে নিরাপত্তার অজুহাতে সব রুটে বাস চলাচল বন্ধ, মহাভোগান্তিতে যাত্রীরা।

নাটোর: সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিরাপত্তার অজুহাতে দেশের বিভিন্ন স্থানের মত নাটোরেও বাস বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

আজ শুক্রবার সকাল থেকে এই অঘোষিত ধর্মঘটে ঢাকা সহ সারা দেশের সাথে নাটোর বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তি সহ চরম দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ।

ইউনুস আলী নামের একজন ব্যবসায়ী অভিযোগ করেন, শুক্রবার বগুড়ায় তার একটি সম্মেলন ছিলো। সেখানে যাবার উদ্যেশ্যে নাটোরের মাদ্রাসামোড় এলে সকাল থেকে একটি বাসও পাননি তিনি। পরে সিএনজিযোগে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে তিনি বগুড়ার দিকে রওনা হন।

ঢাকার উদ্যেশ্য রওনা দিতে আসা মালিহা জানায়, অল্পসময়ের জন্য বাড়িতে এসে শুক্রবার তিনি ঢাকায় ফিরছিলেন। সকালে হরিশপুর কাউন্টারে এসে জানতে পারেন কোন বাস ছাড়া হচ্ছে না। তাই ঢাকা যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

অপরদিকে, মালিক-শ্রমিকদের অভিযোগ, রাস্তায় গাড়ি বের করলে ভাংচুর করা হচ্ছে। এছাড়া লাইসেন্স যাচাইয়ের নামে চালক-শ্রমিকদের হয়রানি ও মারধর করা হচ্ছে। এ কারণে চালক-শ্রমিকরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে চাচ্ছেন না। জানমালের নিরাপত্তার কারনে তারা বাসসহ অন্যান্য যানবাহন বন্ধ রেখেছেন।

জেলা বাস মালিক সমিতির কর্মকর্তা হারুনুর রশীদ জানান, নিরাপত্তা জনিত কারণে চালক বা হেলপার কেউই রাস্তায় গাড়ি নিয়ে বের হতে সায় দিচ্ছে না। তাই বাস চলাচল বন্ধ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *