জাতীয় শোক দিবসে নাটোরে হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ

নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়া,লালপুরে ও সদর উপজেলার ১০০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কন্ঠ শুভসংঘ। জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই খাদ্য সহায়তা দেয়া হয়। গতকাল রোববার বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪শ জন এবং লালপুর উপজেলায় নর্থবেঙ্গল সুগার মিল চত্বরে ৪শ এবং সদর উপজেলার বনবেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,জেলা প্রশাসক শামীম আহমেদ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবী পাল, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম অনন্য, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা বাবুল হোসেন,লালপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান, নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক গাউসুল আজম, কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বসুন্ধরা গ্রুুপ সারাদেশের দুই লাখ ১৬ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। আমাদের জন্য সৌভাগ্য যে তারা আমাদের নাটোরকেও বেছে নিয়েছে। তাই আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *