করোনার টিকা নিলেই ১০০ টাকার প্রাইজবন্ড

নাটোর অফিস॥
করোনার টিকা নিতে উৎসাহিত করতে এবং টিকা সংক্রান্ত অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে প্রথমদিনে টিকা গ্রহণকারীকে ১০০ টাকার প্রাইজবন্ড দেয়া হয়েছে। রোববার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ব্যক্তিগত উদ্যোগে ওই প্রাইজবন্ড প্রদান করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স এনরিকা রোজারিও প্রথম টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান এবং বড়াইগ্রাম প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারী আব্দুল করিম টিকা গ্রহণ করেন।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডলী রাণী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম প্রমূখ।
হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্বোধনী দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৩ জনকে টিকা প্রদানের জন্য নিবন্ধন কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন। তাদের সকলকেই ১০০ টাকার প্রাইজবন্ড দিয়েছেন সাংসদ। এদিকে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে নিবন্ধন করিয়ে দিচ্ছেন উপজেলা প্রশাসন। তাদের নিবন্ধনপত্র প্রিন্টের খরচও বহন করছে সাংসদ।বড়াইগ্রামে ৭৮৭ ভাওয়েল এর মাধ্যমে ৭৮৭০ টি টিকার ডোজ ইতিমধ্যে পৌঁছেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *