বড়াইগ্রামে ৩৫০ কৃষক পেল প্রণোদনার বীজ

নাটোর অফিস ॥
নাটোরের বড়াইগ্রামে বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি প্রনোদনার আওয়ায়  ৩৫০জন কৃষককে স্বল্প ও মধ্যমেয়াদী শাক-সবজীর বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কৃষকদের হাতে ওই বীজ তুলে দেন।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত বিতরণি অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্তকর্তা ফারজানা তাসনিম ও রাজীব হুসাইন প্রমূখ। একই অনুষ্ঠানে ৩৩০ জন পাট চাষীকে প্রণোদনার কিটনাশক ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে মুজিববর্ষ উপলক্ষে একটি কাজু বাদামের চারা রোপন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *