প্রান্তজন পথ বই মেলায় ক্ষুদে পাঠকদের পদচারনা নজর কেড়েছে
নাটোর অফিস ॥ নাটোরে চতুর্থবারের মত আয়োজিত এবারের পথ বই মেলায় ক্ষুদে পাঠকদের আগমন ছিল চোখে পড়ার মত। আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রতিবারের মত এবারও স্থানীয় দৈনিক প্রান্তজন প্রত্রিকা পথের ধারে আয়োজন করে পথ বই মেলার। এবারের...