বনপাড়া পৌরসভার বাজেট ঘোষনা

নাটোর অফিস॥
নাটোরের বনপাড়া পৌরসভায় ২০২২-২৩ অর্থ-বছরে নতুন কোন বাড়তি করারোপ ছাড়া ৪৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার ১৫১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার সকালে পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন ওই বাজেট ঘোষনা করেন। বাজেটে রাজস্ব খাতে আয় চার কোটি ৯০ লাখ ৭১ হাজার ৯৩৫ টাকা, ব্যয় চার কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৩৩৪ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৫ লাখ ৯৩ হাজার ৬০১ টাকা। অপরদিকে উন্নয়ন খাতে আয় আটত্রিশ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ২১৬ টাকা, ব্যয় আটত্রিশ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৫ হাজার ২১৬ টাকা।
পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইয়ের সঞ্চালনায় বক্তৃতা করেন কাউন্সিলর বোরহান উদ্দিন, মোস্তাফিজুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, কৃষকলীগ সভাপতি ওয়াজেদ আলী সোনার,অধ্যক্ষ আব্দুুর রাজ্জাক মোল্লা, পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি জামিল হোসেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জয়নাল গাজী প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *