৩৬ নারী পেল সেলাই মেশিন

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে আশ্রয়নে আশ্রয় পাওয়া ৩৬ নারীকে করতে তাদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষত করে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিস চত্বরে ইউএনও তমাল হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ওই সেলাই মেশিন প্রশিক্ষিত নারীদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া প্রমুখ।
ইউএনও তমাল জানান, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসকারী উপকারভোগীদের সেলাই মেশিনসহ বিভিন্ন রকম সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ২৯৪ উপকারভোগী পরিবারকে এই সেলাই মেশিনসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর ঘর পাওয়া প্রতিবন্ধী আব্দুল জব্বারের স্ত্রী খাদিজা বেগম ও শহীদুল সরদারের স্ত্রী উজালা বেগম বলেন, তাদের স্বামী ঠিকমতো কাজকর্ম করতে পারেন না। দর্জির কাজ শিখেছেন। সেলাই মেশিন দিয়ে তারা তাদের আয় বাড়াবেন। স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *