নিহত সাংবাদিকের পরিবারের পাশে ডিসি, শিশুর লেখাপড়ার দায়িত্ব নিলেন মেয়র

নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় নলডাঙ্গা ইউএনওর সরকারি গাড়ি চাপায় নিহত সাংবাদিক সোহেল আহমেদ জীবনের পরিবারের পাশে আমৃত্যু থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। মঙ্গলবার বিকেলে সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া এলাকায় সাংবাদিক সোহেলের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের লোকদের সমবেদনা জানান তিনি।
তিনি সাংবাদিক সোহেলের স্ত্রী জনি খাতুনের কর্মস্থানসহ সার্বিক বিষয়ে সহযোগিতা করার এবং আমৃত্যু শোকসন্তুপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এসময় সেখানে উপস্থিত সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস সাংবাদিক সোহেলে’র ১০ বছরের ছেলে সিয়ামের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান মিলন প্রমুখ।
জেলা প্রশাসক শামীম আহমেদ নিহত সাংবাদিক সোহেলে’র মা আলোমা বেঁওয়া, স্ত্রী জনি খাতুনকে সমবেদনা জানান।তাঁদের সাথে কথা বলেন এবং দুই সন্তান সিয়াম ও সামিয়াকে কোলে নিয়ে আদর করেন।
জেলা প্রশাসক শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, গতকালের দূর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আমরা মর্মাহত। নিহতের পরিবারকে সমবেদনা জানাতে আমরা জেলা প্রশাসন ছুটে এসেছি। আমৃত্যু এই পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন।

সাংবাদিক সোহেল গতকাল সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে তাঁর মৃত্যু হয়।
সোহেল রানা শেরকোল আগপাড়া বন্দর উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদ পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। তিনি সিংড়া প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *