বড়াইগ্রামে লালন উৎসব

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে রুপরেখা লালন একাডেমির উদ্যোগে ১৭তম লালন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার বনপাড়া কলেজ চত্ত্বরে ওই উৎসব অনুষ্ঠিত হয়।
বনপাড়া কলেজ চত্বরে মঞ্চে লালন শিল্পীদের কণ্ঠে বেঁজে উঠে, ‘মিলন হবে কত দিনে’। কিছুক্ষণের মধ্যে দর্শকে ভরে যায় কড়ইতলা চত্বর। এভাবে ‘সময় গেলে সাধন হবে না’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ প্রভৃতি জনপ্রিয় গান পরিবেশিত হয়। লালনগীতিসহ নানা অনুষ্ঠানে রাতভর জমেছিল অনুষ্ঠান স্থল।
এর আগে সন্ধায় উৎসবের উদ্বোধন করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন। রুপলেখা লালন একাডেমির সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, কাউন্সিলর শরিফুন্নেছা শিরিন প্রমূখ।
উৎসবে লালন সংগীতপরিবেশন করেন রুপলেখা লালন একাডেমি শিল্পী জেরিন সুলতানা, সুলতান আহমেদ, রাজু আহমেদ, জ্যোর্তিময় সরকারসহ প্রায় ডজন খানেক শিল্পী। উপস্থাপনা করেন অণীমা রানী রায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *