প্রান্তজন পথ বই মেলায় ক্ষুদে পাঠকদের পদচারনা নজর কেড়েছে

নাটোর অফিস ॥
নাটোরে চতুর্থবারের মত আয়োজিত এবারের পথ বই মেলায় ক্ষুদে পাঠকদের আগমন ছিল চোখে পড়ার মত। আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রতিবারের মত এবারও স্থানীয় দৈনিক প্রান্তজন প্রত্রিকা পথের ধারে আয়োজন করে পথ বই মেলার। এবারের বই মেলা ক্ষুদে পাঠকদের বেশ আনন্দ দিয়েছে। বই স্টলে হুমড়ি খেয়ে নানা বই নেড়ে চেড়ে দেখার পাশাপাশি পাতা উল্টিয়ে দেখে মনের আনন্দ উপভোগ করে তারা। নতুন কার্টুন বা ছড়ার বই কিনে প্রশান্তি নিয়ে বাড়ি ফিরেছে ওই ক্ষুদে পাঠকরা।
সোমবার সকাল ১১ টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজক প্রান্তজন প্রকাশক -সম্পাদক সাজেদুর রহমান সেলিমের সভাপতিত্বে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক জাকির তালুকদার, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর অলোক মৈত্র, পৌর মেয়র উমা চৌধুরী জলি,কানাডা প্রবাসী লেখক আলী আশরাফ নতুন, রতœা আহমেদ এমপি,আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, প্রবীণ শিক্ষক সৈয়দ মোঃ নাসিহ,অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নবীউর রহমান পিপলু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন দৈনিক উত্তর বঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এই পথ বইমেলায় কবি-সহিত্যিকদের আগমনে মিলন মেলার সৃষ্টি হয়। মেলায় আসেন কানাডা প্রবাসী কবি শাহানা আকতার মহুয়া,রাজশাহীর কবি প্রত্যয় হামিদ,কবি সিরাজ-উদ -দৌলা বাহার, কথা সাহিত্যিক মঙ্গল শেখ, কবি ড. হাসান রাজা,পাবনার কবি শফিক লিটন,কবি লতিফ জোয়ারদার,ছড়াকার আহমেদ টিংকু,নওগাঁর কবি রিপন মোর্শেদ,নাটোরের কবি আশীক রহমান,মুজিবুল হক শাওন, কবি কামাল খা,পলাশ সাহা,লেখক-গবেষক ও ক্রীড়া ব্যক্তিত্ব খালিদ বিন জালাল বাচ্চু, শংকর দাস প্রমুখ। দিনভর চলা এই পথ বই মেলায় স্থানীয় লেখক,কবি ,সাহিত্যিক সহ অন্তত ৫০ জন লেখকের বই রাখা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *