লালপুরে নৌকা প্রার্থীর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

নাটোর অফিস॥
নাটোরের লালপুর উপজেলার ১০ নং কদম চিলান ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সেলি রেজার স্ত্রী সহ তার পরিবারের চার সদস্যের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সেলিম রেজার প্রতিপক্ষ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনছারুল ইসলামের সমর্থক কদমচিলান গ্রামের মৃত নাদের আলীর ছেলে আজাদুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল তাদের ওপর চড়াও হয় বলে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। আজ নৌকা প্রতিকের প্রার্থী সেলিম রেজার স্ত্রী,বড় ভাবী ও ছোট বোন সহ ৪ জন তার পক্ষে ৪ নং ওয়ার্ড এলাকায় প্রচার করতে যায়। এসময় বিদ্রোহী প্রার্থী আনছারুল ইসলামের সমর্থক আজাদুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জনের এক দল তাদের ওপর চড়াও হয়। এসময় তাদের চিৎকারে এলাকার মানুষ ছুটে আসলে তারা প্রানে রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অভিযুক্ত আজাদুল তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে দাবী করেন।
লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাদিকে রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর লালপুরের ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *