পটল গাছের সাথে শত্রুতা

নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় শত্রুতা বশত দশকাঠা জমিতে মাচায় রোপণ করা পটলের গাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্ত। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ চাষির। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রহিমানপুরের মোল্লা পাড়া গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আব্দুল মতিনের দশ কাঠা জমিতে মাঁচায় চাষকৃত এই পটলগাছ কাটার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ চাষি আব্দুল মতিন জানান, অন্য ফসলের চেয়ে বেশি ফলন ও লাভের আশায় দশকাঠা জমিতে মাঁচায় পটলচাষ করেন। সমস্ত মাঁচায় ফুলে-ফলে ভরে উঠেছিল। শুক্রবার বিকেলেও তিনি পটলের জমি ভালো দেখে যান। কিন্তুশনিবার (সকালে জমিতে এসে দেখেন তার জমির পটলের গাছ সব কাটা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে তার। শত্রুতার বশবর্তী হয়ে তার এই ক্ষতি করেছে বলেও তিনি দাবি করেন । এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান ক্ষতিগ্রস্থ চাষি আব্দুল মতিন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *