আজ লালপুরের ময়না যুদ্ধ দিবস

আশিকুর রহমান টুটুল,লালপুর
আজ ৩০ মার্চ নাটোরের লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস। ১৯৭১ সালের এই দিনে উত্তরবঙ্গে সর্বপ্রথম উপজেলার ময়না গ্রামে পাকিস্তানী হানাদারবাহিনীর সাথে মুক্তি পাগল জনতা,পুলিশ, ইপিআর ও আনসার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। দু’দিন ধরে চলা যুদ্ধে পাক হানাদার বাহিনীর ২৫ রেজিমেন্টের প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন খান ওরফে রাজা খানসহ ৯ পাকসেনা নিহত হয়। এই ময়না যুদ্ধে প্রায় অর্ধশত বাঙ্গালি শহীদ হন। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করে আসছে। প্রতিবছরের মত এবারও ময়ন স্মৃতিসৌধ প্রাঙ্গনে স্থানীয়ভাবে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ সকালে উপজেলা আওয়ামীলীগ ময়না গ্রামের শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ নিবেদন ও নিরবতা পালন করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে।

এছাড়া শহীদ বেদীতে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশষ মোনাজাতও করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *