নাটোরসহ সারাদেশে নামছে সেনাবাহিনী

সেন্ট্রাল ডেস্ক ও নাটোর অফিস॥
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থার সুবিধার্থে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সরকারের সহায়তায় সারাদেশে সেনাবাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে তারা জেলা ও বিভাগীয় পর্যায়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা, সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গরোধের (কোয়ারেন্টাইন) ব্যবস্থা পর্যালোচনা করবে।

সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, ২৪ মার্চ থেকে মাঠ পর্যায়ে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সতর্কতামূলক ব্যবস্থার সুবিধার্থে সশস্ত্রবাহিনী জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য নিয়োজিত থাকবে। আইন অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট সশস্ত্রবাহিনীর কমান্ডারদের কাছে প্রয়োজনীয় রিক্যুয়িজিশন দেবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা কাজ করবে।

আনোয়ারুল ইসলাম বলেন, গণপরিবহন চলাচল সীমিত থাকবে। যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দেয়া হচ্ছে। যারা জরুরি প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করবে তাদের অবশ্যই করোনা ভাইরাস সংক্রমিত হওয়া থেকে মুক্ত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেই গণপরিবহন ব্যবহার করতে হবে। গাড়ি চালক ও সহকারীকে অবশ্যই মাস্ক ও গ্লাভসসহ পর্যাপ্ত সতর্ক অবস্থায় থাকতে হবে। জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *