নাটোরে ডেঙ্গু রোগী বেড়ে ১৪

নাটোরঃ নাটোরে গত কয়েকদিনে ১৪ ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। ডেঙ্গু রোগ সনাক্তকরণের জন্য মঙ্গলবার থেকে নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু সেল খোলা হয়েছে। ডেঙ্গু সেল খোলার পর থেকে শুরু হয়েছে ডেঙ্গু রোগী সনাক্তকরণের কাজ।

মঙ্গলবার (৩০শে জুলাই) সকাল থেকেই সদর হাসপাতালে ডেঙ্গু সেলের সামনে ভীড় করতে থাকে আতঙ্কিত অসংখ্য  মানুষ। এদের রক্ত পরীক্ষা করে ৩ জন রোগীর শরীরে  ডেঙ্গুর জীবাণু সনাক্ত করা হয়। এছাড়া ডেঙ্গু আক্রান্ত এক নারীকে ভর্তি করা হয়েছে নাটোর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে।

এদিকে নাটোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গুলোতে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১১ রোগী সনাক্ত করা হয়।

নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ রবিউল আওয়াল জানান, আক্রান্ত  সকল রোগীই ঢাকা থেকে এসেছেন। সাধ্যমত সকলকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *