নাটোরে ডোপ টেস্ট শেষে ১৫ মাদকসেবী আটক

নাটোর অফিস ॥
নাটোরে ডোপ টেস্ট শেষে ১৫ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে সদর উপজেলার একডালা গ্রাম থেকে তদের আটক করা হয়। পরে তাদের নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্ট শেষে সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- নাজিম উদ্দিন (৩০), হাসান আলী (৩৬), অপু মন্ডল (২৮), শ্রী অজয় পাহান (২৪), আবুল হোসেন (৪০), মোঃ আলিম(২৬), ফজলুল হক(৩৭), মোঃ রিদয় (২১), মোঃ সাইদ(২১), শ্রী উত্তম কর্মকার (২২), শ্রী সনজিত(১৯), জুবায়ের আহম্মেদ সজল (২১), ফয়সাল হোসেন (২৩), অন্তর হোসেন (২০) ও মোঃ শেখ দুলাল (৩২)।
সিপিসি-২, র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পাণী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী ১৫ মাদকসেবীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাবের একটি দল সদর উপজেলার একডালা গ্রামস্থ হযরত কবির শাহ রহমতুল্লাহ (আঃ) এর মাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকসেবনরত ওই ১৫ জনকে আটক করা হয়। এসময় ৪ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার চোলাইমদসহ মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। পরে আটককৃতদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রত্যেককে ডোপ টেস্ট করানোর পর পজেটিভ রেজাল্ট আসায় তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা আরও জানান, বিভিন্ন এলাকা থেকে একডালা মাজার এলাকায় এসে তারা একত্রে মাদক সেবন করছিল। এব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *