বড়াইগ্রামে গাঁজা ও চোলাইমদসহ ১০ মাদকসেবী গ্রেফতার
নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম থেকে ১৫ গ্রাম গাাঁজা ও ২শ মিলিলিটার চোলাই মদসহ ১০ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শামীম (২৫), মোঃ নুর আলম (৩১), মোঃ আঃ আজিজ (৩২), মোঃ খয়বর প্রামানিক (৬৩), মোঃ সুরুজ (২০), মোঃ বেল্লাল হোসেন (৪৫ মোঃ আব্দুল হাই (৪৫), মোঃ ইদ্রিস আলী (৪৫), মোঃ জহুরুল (৩০) ও মোঃ আলমগীর হোসেন (৩৫)।
সিপিসি-২ ,র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা ১০ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১৫ গ্রাম গাাঁজা ও ২শ মিলিলিটার চোলাই মদসহ সেবনের উপকরণ জব্দ করা হয়। তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে মাদক সেবন করছিল। এব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা রুজু সহ গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।