
বুধবার (৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহুরুল হক।
পরে জব্দকৃত পোনা মাছগুলো স্থানীয় দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদরাসা, হামিদিয়া হাফেজিয়া মাদরাসা, সিংড়া বাজার মহিলা মাদরাসার লিল্লাহ বোডিংয়ে দিয়ে দেওয়া হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার জানান, মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলের মা মাছ রক্ষায় প্রশাসনের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



