এমন নিকষ কাল আধাঁর রাতে নয় দিনে; দেখেছি বলে কেউ বলেনি, আমারও পড়েনা মনে। দিনও যে রাত বনে যেতে পারে চোখের নিমিষে.. বিধি তুমি কি খেলা দেখালে ক্রুর হাসি হেসে!!! তোমার এ খেলা বোঝার সাধ্য কারো নেই এ ধরায়। প্রার্থনা…
নাটোরে পুলিশ পেটানো মামলায় গুরুদাসপুর আ’লীগের ৪৫ নেতা-কর্মী কারাগারে।
নাটোর: নাটোরের গুরুদাসপুরে পুলিশ পেটানোসহ সরকারী কাজে বাধাদান মামলায় আওয়ামীলীগের ৪৫ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গুরুদাসপুর পৌর ও উপজেলা আওয়ামীলীগের ৪৫ নেতা কর্মীর বুধবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (গুরুদাসপুর) হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক…