
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুরে নিখোঁজ দুজনের মরদেহ ফুলে পানিতে ভেসে ওঠার খবরে খোঁজ নিয়ে তাদের উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হওয়া যায়। মরদেহদুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১শে জুন রোববার চরের জমি থেকে চিনাবাদাম তুলে ফেরার পথে নৌকাডুবির ঘটনায় সেলিম ও পুতিন নিখোঁজ হন। তাদের উদ্ধারে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অংশ নেয়। প্রবল স্রোতের কারণে গতকাল বিকেলে অভিযান সমাপ্ত করে চলে যায় তারা।



