
রোববার(২২শে সেপ্টেম্বর) সংগঠনটির এক জরুরী সভায় সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে এ ঘোষনা দেয়া হয়। এছাড়া অভিযুক্ত শামীম আরা শিল্পিকে সংগঠনটির সাধারণ সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও সাধারণ সম্পাদক বিউটি আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত শামীম আরা শিল্পি ক্ষমতার দাপটে শহরের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে চাঁদাবাজী, অর্থ ধার নিয়ে ফেরত না দেয়া, চাকুরী দেয়ার নামে অর্থ আত্নসাৎ, নিকট আত্নীয়দের থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়, দলীয় কর্মীদের সাথে দুর্ব্যাবহার, আপত্তিকর কথাবার্তাসহ নানাপ্রকার মানহানিকর কাজে লিপ্ত ছিল। এ নিয়ে সংগঠন ও দলের পক্ষ থেকে তাকে সতর্ক করার পরও সে আরও বেপরোয়া হয়ে উঠে। সম্প্রতি শহরের এক ব্যক্তির সাথে অনৈতিক কাজে জড়িত হবার ঘটনায় সুনির্দষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। ভবিষ্যতে তার সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখতেও মহিলা আওয়ামী লীগের কর্মীবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।



