নাটোরে গুজব প্রতিরোধে মসজিদে সচেতনতামূলক আলোচনার উদ্যোগ

নাটোরঃ গুজব প্রতিরোধে নাটোরের মসজিদে মসজিদে সচেতনতামূলক আলোচনার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমগুলোকে গুজব প্রতিরোধে সচেতনতামূলক লেখনীর মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানানে হয়েছে।

শুক্রবার(২৬শে জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

বিদায়ী পুলিশ সুপার বলেন, একটি চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ছেলেধরা গুজব ছড়িয়ে জনমনে আতংক সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে নাটোর পুলিশের উদ্যোগে গ্রামে-গঞ্জে, স্কুল পর্যায়ে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ ও মাইকিংসহ সকল মসজিদে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এই প্রচারণার ফলে নাটোর জেলায় এখন পর্যন্ত কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও গুজব প্রতিরোধে স্থানীয় জনসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এরই অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজে জেলার ৭টি উপজেলার ৮টি পৌরসভা ও ৫২টি ইউনিয়ন পরিষদের মেয়র-চেয়ারম্যানদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে প্রতিটি মসজিদের ইমামগণ গুজব প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রেখেছেন।

সংবাদ সম্মেলনে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মীর আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদ, ডিবি পুলিশের ইনচার্জ সৈকত হাসান প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *