
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,শুক্রবার দুপুরে ৮ মাসের শিশু সন্তানকে বাড়িতে সজনদের কাছে রেখে মিলন তার স্ত্রী হাফসা বেগমকে নিয়ে মোটর সাইকেলে করে ঈদের বাজার করতে নাটোর শহরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার আখেরের মোড় এলাকায় একটি কুকুরের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি সড়কের ধারে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হাফসা মারা যায়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



